আমি ছিলাম আমার মত
হঠাৎ তুমি এসে
জড়িয়ে নিলে বুকের মাঝে
অনেক ভালোবেসে-
উৎসাহতে অতি
আমিও পেলাম তোমার সাথে
ছুটে চলার গতি।
চলার মাঝে আনন্দ কী-
বুঝিয়ে ছিলে তুমি
তোমার কৃপায় পেয়েছিলাম
ফিরে জন্মভূমি।
এমনই অনুভব-
ভেবেছিলাম পেয়ে গেছি
এই জীবনের সব!
কিন্তু হঠাৎ কি যে হলো
তুমি নিরুদ্দেশ-
আগের মতই আমি একা
গল্প হলো শেষ।
হারিয়েছিলাম দিশে
আমি পুকুর- তুমি নদী-
জোয়ারে যাই মিশে।।