নেই মা-বাবা, কাকা-মামা
কে বা দিবে একটি জামা-
ঈদে;
এই দুনিয়ায় আমি একা
ভাগ্যে কেন এমন লেখা
প্রশ্ন মনে বিঁধে!

কি দোষে তা কে বা জানে
এমন জ্বালা বইছি প্রাণে-
সিধে;
বাঁচবো কেন কোন মতে-
রইবো কেন পথে পথে
পেটে লয়ে ক্ষিদে!