কেসটা কী রে?
চলিস ধীরে-
তাকাস ফিরে কই?
দেখনা চেয়ে
বৃষ্টি মেয়ে
আসছে ধেয়ে ঐ!
ভিজবি নাকি?
সেই চালাকি!
পথটা বাকি রয়?
আচ্ছা হলো
সেটাই র'লো
সকল ম'লো ভয়!
দুপুরটা চুপ
জল টুপটুপ
নামলো খুব মুষল
মনের ভাষা
প্রাণ পিপাসা
সকল আশা উসল!