হেরে যাওয়ার সম্ভবনা
বেড়ে গেছে তাই
এখন এসে-
বেলা শেষে
ডুগডুগি বাজাই-
নির্বাচনের দৌঁড়ে ভায়া
আমি তো আর নাই।

মোটের উপর ভোটে দেখি
নোটের কদর চলে
হাত-পা ধরে
হয় না ওরে-
পুরানা কৌশলে
ধস্তাধস্তি জবরদস্তি
ডুবলে রসাতলে।