আমি ডাক্তার কদম আলী
মজমা করি ফুটপাতে।
সর্ব রোগের অসুধ বেচি
লোক ঠগানো ঝুটবাতে!
আমার অসুধ খাইলে পরে-
রোগ মানুষের সাড়ে না;
কিন্তু এর গুণ কী জানেন-
অসুখ কমে-বাড়ে না!
কারণডা এর উপকরণ-
ফ্রেস আশীর্বাদ ময়দা,
বিক্রি কইরা কদম বাঁচে
অসুধের এই ফয়দা!”
_____________________
রচনা : ০২ আগষ্ট ১৯৮৭, সংসদ ভবন,ঢাকা।