তোদের বাবা কবলা দিছে
আমার বাবার কাছে-
কবলা মূলেই মালিক আমি
এই যে দলিল আছে।

তোদের ওসব কাগজপত্র
এখন শুধুই ফাঁকি-
জমি নিয়ে ক্যাঁচাল করে
জেলে যাবি নাকি?

আমার বটে ‘দয়ার শরীর’
তাই পাঠালাম ডেকে-
দখল তোদের ছাড়তে যে হয়
আমার জমি থেকে!

কোথায় যাবি কোন ভাগারে
তোদের সেটা ইচ্ছা-
আমি কেন শুনতে যাবো
তোদের ওসব কিচ্ছা!
=================
https://www.facebook.com/photo?fbid=3183110698486172&set=a.200815450049060