ভাবছি দিন বদলে যাবে
মন্দ যাচ্ছে কেটে যাক।
দৌঁড়ে কাটুক সময় গুলো
নইলে সময় হেঁটে যাক।

অস্বস্তি আর ভাল্লাগে না
চোখবুজে কী চলা যায়?
কর্তা বাবুর মন রাখতে
মিথ্যে- কত বলা যায়?

আঁধার মুছে আসুক আলো
যেমন আসে নতুন ভোর
বিনা শর্তেই যাক না খুলে
এই সমাজের রুদ্ধ দোর।

_____________
০৮ ডিসেম্বর ২০২৪, লালমনিরহাট।