দেবো নাকি স্যার?
একেবারে পদ্মার ইলিশ
কথাতে নেই মার।
এই বাজারে
দুই হাজারে
পাবেন না তো আর
এদিক ওদিক- ডানে বামে
যতই ঘোরান ঘাড়।।
কি আর এমন দাম!
ইলিশ থাকে গভীর জলে
ধরতে ঝরে ঘাম।
গরীব লোকে
গন্ধ শোঁকে
খাওয়ায় বিধি বাম।
আপনারা তো টাকাওয়ালা
বেসুমার ইনকাম!
দিদির জন্য দিলাম না হয়
একশ’ আরো ছাড়-
এক হাজার নয়শ’ দিবেন
দরদাম নেই আর।।