দিদিমণি- দিদিমণি-
কেমন আছো তুমি?
আমি শুধু চষে বেড়াই
স্মৃতির মরুভূমি!
তুমি তখন নাইনে পড়,
আমি ক্লাশ ফোর-
সেই বয়সে ছোট্টমনে
সে কি অবাক জোর!

সাহস করে লিখে ফেলি
‘তোমায় ভালোবাসি’
সেই চিঠিটি পড়ে তোমার
বাঁধ মানেনি হাসি!
হাসলে তুমি মুক্ত ঝরে-
সেদিনও ঝরছিলো-
বারেক আমি খুন হয়েছি
খুন হয়েছে দিলও।

দিদিমণি! দিদিমণি!
এখন কোথায় থাকো?
আমার কথা একটুও কি
তোমার মনে রাখো?
আমি কিন্তু তোমার নামে
নিত্য চিঠি লিখি-
মেঘের কাছে নিও জেনে
মনের কথা কি কি!