কষ্ট চাপা_ শরীর ফাঁপা
তাই দেখে না কেউ
দুঃখগুলো মনের কোণে
ক্যামনে তোলে ঢেউ!

সাগর নাচে জলোচ্ছ্বাসে
নদী হারায় দিশা
নদীর মতই এই শহরে
আমার মিলামিশা।

তবু আমি আমার মত
একলা এবং একা
জনারণ্যে মিশে যাওয়া
একটা ধুসর রেখা।