ভালোই ছিলাম গতকাল
আজকে বড়ই বাজে হাল।
জিনিসপত্রের দাম বেড়েছে
মিলছে না যে কোন তাল।
সিন্ডিকেটের দেখছি ফাল
বে-পরোয়া, বে-সামাল
নিত্যনতুন কারসাজিতে
আনছে কুমির কেটে খাল।
মুখটা বুজে কতো কাল
আমজনতা সইবে ঝাল?
যখন মাথা বিগড়ে যাবে
গোষ্ঠী তুলে দিবে গাল।
তাইতো বলি ধরো হাল
বাতাস বুঝে উঠাও পাল
তা না হলে ভরা গাঙে-
নৌকা হবে টালমাটাল!
=====================================
প্রকাশিত : রূপান্তর প্রতিদিন, যশোর, বাংলাদেশ।
https://www.erupantorprotidin.com/paper/2024/05/08/1