নরম গদীর গরম উম!
বসলে-
চোখে আসে ঘুম!
তাইতো টাকা খরচ করে
ভোটে তুলি বেজায় ধুম!
উন্নয়নের ওড়াই বুলি
হদ্দ-
বোকা মানুষগুলি
ওদের মাথায় কাঁঠাল ভেঙ্গে
শুধুই নিজের ফায়দা তুলি!
উন্নয়নটা করবো ঠিকই!
পাবেনা-
কেউ আমার টিকি!
পাঁচটি বছর আয়েশ করে
প্রকল্প সব দিবো বিকি!