ঢাকনার ‘না’ কেটে দিলাম
রইলো বাকি ঢাক-
ঢাক পিটিয়ে দেখাই ওদের
কোথায় কত ফাঁক!
ফাঁক দিয়ে ঢুকলে পানি-
ডুবতে পারে নৌকাখানি
সামাল দেয়া কঠিন হলে
কাটা যাবে নাক!
হাতি নেতা পাতি নেতা
নেতার অভাব নাই
সাঙ্গপাঙ্গ নিয়ে তাদের
কেবলই খাই খাই!
এমন করে খেলে শেষে
দুর্ভিক্ষ যে আসবে দেশে
এই সময়ে দমন করুন
ইঁদুর-ছুঁচোর ঝাক!