ওস্তাদ-
বামে প্লাস্টিক!
বেরেক মারেন
সামনে বাড়েন-
ডাইনে নিয়া
চিপা দিয়া-
লইয়েন বামে
রব-এর নামে
টানেন জোরে
সামনে মোড়ে
একটু থামান
যাত্রী নামাম।
বামে অটো
তুলছে ফটো
সেলফিবাজে
সড়ক মাঝে-
লোকে বলে
স্যুটিং চলে
হরেন মারেন
আগে বাড়েন
ডবল আছে
টেরাক পাছে
কাটেন বামে
চলেন চামে।
এই যে কাকা
সীট তো ফাঁকা
ভিতরে যান
ওস্তাদ... টান
সামনে ট্রাফিক
দাঁড়াইয়া ঠিক
একশ' ছাড়েন
গিয়ার মারেন
ঘুরছে চাকা-
ঢাকা! ঢাকা!!