দুইটা হাঁড়ি,
গোটা চারি ডিম-
রান্ন ঘরে-
সিদ্ধ করে মিম।
মিমের বয়স- ছয়,
আগুন-তড়িৎ ভয়!

কিন্তু শেষে-
দেখে এসে জিম,
ষোলআনা-
সিদ্ধ তখন ডিম!

আগুন-তড়িৎ নাই,
কি করে ডিম
সিদ্ধ হল
সেটা জানতে চাই?