হাটুরেরা- হাটে যায়
মাঝি বসে ডিঙিনায়
দরাজ গলায় সাধে-
ভাটিয়ালী সুর!
জেলে ভাই মাছ ধরে
চাষী ভাই চাষ করে
রাখাল বাজায় বাঁশি-
সে কি সুমধুর!
মেঠোপথ দুই পাশে
নানা রঙ ফুল হাসে
বৃক্ষের ডালে ডালে-
পাখি গায় গান!
দেশটা মায়ের মত
বুকে রাখে অবিরত
বায়ু, জল ও খাদ্যে
বাঁচায় এই প্রাণ!