এই দেশটায় জন্ম নিয়েও
বলতে পারিনি আমার
কেননা তখন শাসক ছিল
পাকিস্তানি চামার!
সব বাঙালি- ছিল তেমন
কৃতদাস আর ভৃত্য যেমন
উপরে ওঠা নিষেধ ছিল
হুকুম নীচে নামার।
ওদের কাছে নীচু হয়ে
নির্যাতনের জ্বালা সয়ে
কাঁটার পথে হাঁটছি শুধুই
হয়নি সুযোগ থামার।
সেই সময়ে শেখ মুজিবুর
প্রাণোবীনায় তুললেন সুর
মুক্তি পেতে যুদ্ধে নামো-
বুতাম খোল জামার!
রক্তক্ষয়ী যুদ্ধ শেষে-
স্বাধীনতা উঠলো হেসে
বর্গীরা সব পালিয়ে গেলে
দেশটা হলো আমার।