এক
চাই না বিভেদ, চাই একতা
বাংলাদেশী আমরা
ভিনদেশী কেউ লুটতে এলে-
উঠিয়ে নেব চামড়া।
দেশ আমাদের মায়ের মত
আগলে নেবো বক্ষে
মিলেমিশে থাকবো সবাই
শান্তি সুখের লক্ষ্যে।
দুই
শকুন চিলে সবাই মিলে
দেশটা এখন খাচ্ছে
যেমন খুশি লুটছে তারা
লোটেই মজা পাচ্ছে।
ডানা ওদের ভাঙতে হবে
নইলে যে নাই রক্ষে
দেশ বাঁচাতে দেশ দরদী
সবাই দাঁড়াও পক্ষে।