স্বাধীন দেশে তা-ধিন নাচে
স্বাধীনতার বৈরীরা,
কোন সাহসে লাফায়-ঝাপায়
পাকিস্তানের স্বৈরীরা!
দিচ্ছে কারা ওদের মদদ
কিসের বলে বলিয়ান?
আবারও কি দেশটা ওরা
বানাতে চায় পাকিস্তান।
স্বদেশমাতা ডাকছে আবার
কইরে তোরা কইরে
দেশ বাঁচাতে আবার চলো
মুক্তিসেনা হই রে...!