বলছে খোকা-‘যুদ্ধে যাবো
রাখবো দেশের মান
দেশ আমাদের মাতৃভূমি
খোদার সেরা দান।
শ্রমিক মজুর তাঁতি জেলে
কামার কুমার চাষি
মিলেমিশে আমরা সবাই
দেশকে ভালোবাসি।
ধর্ম-কর্মে নাই ভেদাভেদ
হিন্দু-মুসলমান
জন্ম মোদের এই মাটিতে
একই তো সন্তান।
দেশ আমাদের পূণ্যভূমি
শত্রুকে নয় ছাড়
চাইলে কেহ দখল নিতে
মটকে দেবো ঘাড়!’