বাংলাদেশ

দাদু ডেকে বলতো কত
“কষ্টে ছিলাম অবিরত-
নিজের দেশে-
মনে ছিল আশার লালন
করছি তবু হুকুম পালন
ভৃত্য বেশে!

মুখটা ফুটে কইনি কথা,
কৃতদাসের স্বাধীনতা-
চাইতে নেই!
একাত্তরে- শেখ মুজিবুর
প্রাণোবীনায় ওঠাল সুর
শুরুটা সেই!

স্বাধীনতার ইচ্ছা মনে-
ঝাপিয়ে পড়ি রনাঙ্গনে
পাগলপারা!
খাচ্ছে যারা হুকুম কষে
উড়ে এসে জুড়ে বসে
করবো তাড়া!

লড়াই করে ন’মাস ধরে
একাত্তরের ডিসেম্বর-
যুদ্ধ শেষ!
স্বাধীনতার উঠলো রবি
মানচিত্রে আঁকলো ছবি
বাংলাদেশ!”