আমরা নিতাই
বুকে চিতাই
রাখলাম!
শাক দিয়ে তো মাছটা কতই ঢাকলাম!
তোদের জন্য উপাস-অনশনে থাকলাম!
দিন ফুরোবে
ঋণ ফুরোবে
মানতাম।
পড়বো ফাঁদে সেটা কি আর জানতাম!
বিশ্বাস করে বিষাক্ত গ্যাস... টানতাম?
তোরা ক্ষমতায়
তোরা মমতায়
সেই তো-
আপনার মাঝে হারিয়ে আছিস খেই তো!
মনেও এখন- আমাদের কথা নেই তো।।
আগে যেমন
রয়েছি তেমন
আমরাই-
ভুল করে করে ঠোঁটটা শুধুই কামড়াই।
চাবুকের কাছে দাদন গায়ের চামড়াই!
=====================
রচনা : ১৮ জুলাই ১৯৯৩ কাউলুন, হংকং
সম্পাদন : ১৬ নভেম্বর ২০২৩, লালমনিরহাট।