বোধের ঘরে-
দীপ্ত মশাল জ্বালো
অন্ধকারে হাঁপায় যারা
তাদের দেখাও
একটু আশার আলো।
কঠিন শীতে
কাঁপছে যাদের প্রাণ
যেটুক তোমার সাধ্য আছে
চাইলে তাদের
করতে পারো দান।
দান করলে
কমে না সম্পদ
বরং তুমি খুঁজে পাবে
দু জাহানের
কামিয়াবির পথ।
প্রকাশ : ২৭/০১/২০২৩ ইং দৈনিক আমাদের সময়
https://epaper.dainikamadershomoy.com20230127page-08