ছুটা বুয়া ঝুটা বুয়া
ব্যস্ত থাকি কাজে
ছয়টা বাসায় গতর খাটাই
সকাল দুপুর সাঁঝে।
ধোয়া-মোছা লেপা-পোছা
হলুদ মরিচ বাঁটা
কোন কোন বাসায় আবার
মাছ মাংস কাটা।
হয়না তবু ভালো খাওয়া
ভলো কাপড় পরা
এই বাজারে সব জিনিষের
মূল্য এখন চড়া।
প্রতি বাসায় দু,হাজার পাই
মাসে বারো হাজার
ইশকুলের ফি ছেলে মেয়ের
হয় কি শেষে বাজার?
সরকার আসে সরকার যায়
বদলে দেশের রূপ
আমি রেশমি তেমনই থাকি
দুখেই পুড়ি খুব।।