সেবার- নিতাই খেয়েছে আসল ঘি
শুনবেন নাকি- তারপরে হলো কি?
ঘড়িতে তখন সাড়ে বারোটা রাত
ঢুলুঢুলু চোখ, বিছানায় হলো কাৎ
অমনি পেটের গুরুম গুরুম ডাক-
শুরু হলো যেন- অদম্য বৈশাখ।
এক ঘন্টায়- টয়লেটে তেরো বার
বললো নিতাই- আসল ছুঁবো না আর
যখন অভ্যাস নকল খেয়ে খেয়ে
বিগড়েছে পেট আসল জিনিস পেয়ে।
এখন থেকে সাবধানে থাকা চাই
ছুঁবোনা ছুঁবোনা আসল যদিবা পাই।।