চতুর্থ শ্রেণির কর্মচারী- আমি!
দায়িত্ব বেশি,
নাড়াই পেশি,
পরিচ্ছদের বস্ত্রটা- কম দামি
সাধ্যটা নেই কাজের সময়-
যখন তখন থামি!
দেই না ফাঁকি!
ব্যস্ত থাকি!
উপরওয়ারার কথায় শুধু ঘামি!
সিঁড়ি বেয়ে অফিসে উঠি-
সিঁড়ি বেয়েই নামি।।
জীবন পাতে
ডালে-ভাতে
তৃপ্ত থাকি। করি না পাগলামী
তবুও থাকি এই সমাজে
শেষ কাতারে আমি!
______________
২০ সেপ্টেম্বর ২০০৯, লালমনিরহাট।