ছোটনদী ভরাজল
কাকচোখে ছলছল
নানা মাছে খলবল
দেখে নিবি চল চল-
নদীটার- শত রূপ-
কানিবক ধ্যানে চুপ
পানকৌড়ি দেয় ডুব
মাছরাঙা ঝুপ ঝুপ!
দুই ধারে ধান-পাট
ফসলের ভরা মাঠ
ওপারে- রাণীরহাট
পারাপারে খেয়াঘাট-
বুকে রোদ ঝিকমিক
পারে বালু- চিকচিক
সোনাজ্বলে ঠিক ঠিক
মোহময়ী- চারদিক।
# ১৯ আগস্ট ২০২৪, উত্তরা, ঢাকা।