তাধিন তাধিন- মনটা নাচে
ছোট মামার বিয়ে
বরযাত্রায় আমরা যাবো
পালের নৌকো নিয়ে।

বাজবে সানাই তুত্ তুরুত তুত্
সাজবে মামা বর
মামার বিয়ে কোথায় জানো?
কাছেই শ্রীনগর।

শ্রীনগরের মেয়ে ভালো
তার চে মামী-
মামীর জন্য আলতা কিনে
রেখেছি তাই আমি।

মামী আমায় করবে আদর
মামা যেমন করে
ডাকবে আমায়- ‘টুক্কুসোনা’
প্রাণটা যাবে ভরে।।

=====================================
প্রকাশিত : রূপান্তর প্রতিদিন, যশোর, বাংলাদেশ
https://www.erupantorprotidin.com/paper/2024/06/12/1