চড়ুই পাখি- চড়ুই পাখি-
ফুড়ুত ফুড়ুত ওড়ো
ইচ্ছে মত হাওয়ায় ভেসে
মনানন্দে ঘোরো!
আপন সুখে- যখন যেমন
কিচিরমিচির ডাকো
সারাটা ক্ষণ কেমন করে
এমন ছবি আঁকো?
আমি মানুষ- শ্রেষ্ঠ প্রাণী!
শ্রেষ্ঠ তবু নই
জীবন পথে নানা প্রকার
ঝুট-ঝামেলায় সই!
তোমার মত মুক্ত ডানায়
ওড়ার সাধ্য নাই
এই সমাজে বন্দী থেকেই
সুখের সারি গাই।