( কী লজ্জা! গণভবনে লুটেরাদের লুটপাট দেখে স্তম্ভিত জাতি। লুটেরাদের লুটপাট চলছে সারাদেশে সরকাররি বেসরকারি স্থাপনায়।)

তাই তাই তাই!
কী সুখ রে ভাই
আমরা বীরের জাতি-
দু হাতে যা পাই
লুটেপুটে খাই।

সরকারি মাল
নুন, আটা, চাল
সোফা এসি, ল্যাপটপ,
ফুলদানিটাও
মেলে যদি ফাও
দু’হাতে উঠাই
বাড়ি নিয়ে যাই
তাই তাই তাই!

ফ্রিজের মাছ
জানালার কাঁচ
জামা জুতো শাড়ি
কে ঠেকায় আজ
নিয়ে যেতে বাড়ি
আয় না সবাই
তাই তাই তাই!