তুমি যাচ্ছ বাপের বাড়ি- যাও
আমি যাচ্ছি শ্বশুড় বাড়ি
বলে রাখলাম তাও!
মাকে বলি- তুমি বিয়াই বাড়ি
গিয়ে কিছুদিন খাও।
ছেলেমেয়ে যাক নানাবাড়িতে
তাই খাবে যা- পাবে হাঁড়িতে
অভাবের এই কঠিন সময়ে-
চলি কিছুদিন ফাও।