চলছে গাড়ি ভুরুঙ্গামারী
ভুরুঙ্গামারী নানার বাড়ি
নানার ছিল জমিদারী-
যদিও এখন নাই
নানার জমি ভাগ করেছে
মামারা ছয় ভাই!

ভাগ নিয়ে কী মারামারি
ভাই ভাইয়ের ছাড়াছাড়ি
কেউবা গেল থানায়, কারো
জেলে হলো ঠাঁই
মামলা ঠেলে কামলা তারা
তাই তাই তাই তাই!