নিজের ভেতর নেই সুদ্ধি
অপরকে রোজ দেই বুদ্ধি

  “ভালো হয়ে যা-
  খুঁজিস নারে কেবল আরাম
  দেখে-শুনে হালাল হারাম
  বিচার করে খা!
  জীবনপথে চলিস ওরে
  পাপ-পূণ্য হিসাব করে
  সামনে বাড়াস পা!
  কাজে কামে রাখিস স্মরণ
  সবার কিন্তু- আছে মরণ
  তুই ব্যতিক্রম না!”

সুযোগ পেলে নিজে আবার
গিলে খেতে- সকল খাবার
করছি শুধুই হা!


https://www.facebook.com/photo?fbid=3363456777118229&set=a.200815450049060