মামার সাথে ভ্রমণ শেষে
বাসায় ফিরে জুঁই
বলল- ও মা কী দেখেছি
শুনবি নাকি তুই?
বাঘ সিংহ হাতি ঘোড়া
বানর বাবুন উল্লুক
জিরাফ জেবরা সিপ্পাঞ্জী
টাপির হরিণ ভাল্লুক
সজারু শিয়াল বন্যবিড়াল
ইমু গাধা হায়না
কুমির কচ্ছপ জলহস্তী
তোতা টিয়া ময়না।
গোখরো দারাস চন্দ্রবোড়া
অজগর আর গুই
যাস যদি মা চিড়িয়াখানায়
দেখতে পাবি তুই!