চিনি তোদের চিনি-
মানুষরূপী দানব তোরা
ছিলি চিরদিনই!
ধর্মটাকে বানিয়ে লেবাস
মানবতা কামড়িয়ে খাস
সেজে থাকিস দ্বীনি
চিনি তোদের চিনি!
যার আদরে জীবন চলে
যার দয়াতে প্রাণ
কেমন করে তার বুকেতে
ছুঁড়ে মারিস বাণ
শুকিস রক্তঘ্রাণ?
ধর্ম তোদের শেখায় না কি
একটু হতে ঋণী।
স্বদেশ সে তো চিরদিন
মায়ের ই সমান
মাথা তুলে বাঁচতে শিখায়-
রসদ করে দান
তাঁরেইঅপমান?
তাঁরই বুকে আঁচড় কাটিস
লালন করেন যিনি!!