চোখ বুজে দেখি,
মুখ বুজে কই
আঁটসাঁট বেঁধে
ভাবনাতে রই।

কে যায় আগে
টিকি ধরি অই
মনে মনে গিলি
দুধ মাখা খই।

রাত দিন খুঁজি
একখানা মই
পেলে পরে সেটা
মাতবর হই।

এই আমি দাদা
সে রকম নই
একা একা খাবো
চিনিপাতা দই।

🇧🇩 প্রকাশিত দৈনিক আমাদের সময়
     ১৫/০২/২০২৩ ইং