ওরে ভাই পাকনা
চেপে চুপে থাকনা
কেন ভাই খামাখা-
খুলে দিস ঢাকনা!
ছড়ালে যে- গন্ধ
লেগে যাবে দ্বন্দ
এমনিতে লোকজন-
করে নানা সন্দ!
জনগণ- শতশত
করিস নে- বিব্রত।
শেষে কিনা প্যাদানী-
জুটে যায় ঠিকমত!
ওরে ভাই পাকনা
পিলজ! হাকডাক না
যেমন আছে তেমনি-
চেপে চুপে রাখ না!