পারলে ঠেকা
             ঠেকিয়ে দেখা-
কেমন সেটা পারিস!

ছল চাতুরী জুয়া চুরি
করে শুধু বাড়াস ভুড়ি!
মিষ্টি কথার ইষ্টি হয়ে-
লোকের বেসাত কাড়িস?

চাপার জোরে
                ফানুষ ওড়ে
চাপাটা কম মারিস!

আগের দিনটা বাঘের পেটে
গিলবি এখন গতর খেটে
আয়েশ করে খায়েশ মেটার
হিসাবটা তাই ছাড়িস!