রক্তস্নাত স্বাধীনতা-
বলছি তোরে- ছি!
ভাতের থালার ফুটোয় যখন
মরণ দেখে-ছি!

তোদের এমন কান্ডখানা
খুব সহজে যায় কি মানা?

কেমন করে মানবো ওরে
তোরাই মেধা-বী!
তোদের নিয়ে গর্ব করার
রইলো এখন কি?

সর্বনাশের মূলে তোরা
বৈষম্যে বদের জোড়া!

সউল্লাসে দেশ পুড়েছিস
লুট করেছিস কত
খুব সহজে মুছবে কি বল-
মায়ের বুকের ক্ষত?