বলছি তবে খোলরাখুলি-
সুযোগ যদি মিলে
তাজিংডং পাহাড়টাকেও
খেতে পারি গিলে!
কী...!
চমকে গেলো পিলে?

খেতে পারি সুন্দরবন
বা আড়িয়াল বিল
হাকালুকি হাওড় সাথে-
খৈয়াছড়ার ঝিল!
কি...!
খুঁচ্ছো কথার মিল?

পদ্মা মেঘনা যমুনাও
খাওয়া ব্যাপার নয়
সেন্টমার্টিন দ্বীপটা দিয়ে
নাস্তাপানি হয়!
কী...!
পেলে নাকি ভয়?

আমি খাদক এবং বাদক
পেট বাজিয়ে খাই
আমার সাথে পাঙ্গা নিবে-
এমন কেহ নাই!
কী...!
বুঝলে কিছু ভাই?