এখনও কী আমায় নিয়ে-
আশার বাসা বাঁধিস?
আমার প্রিয় খাবারগুলো-
যতন করে রাঁধিস?

বাস্তবতা বুঝবি কবে?
সময় কিরে উল্টো হবে?

সুর হারানো গানটা নিয়ে-
কেন গলা সাধিস?
কেন আমার পথটা চেয়ে
আকুল হয়ে কাঁদিস?