আমাদের বড়মামু বুদ্ধিতে পাকা
এই যায় আমেরিকা এই আসে ঢাকা
যানে-টানে চড়ে না
তাড়াহুড়া করে না
স্বপ্নের জগতে সে মেলে দেয় পাখা
তাতে নাকি বাচে তার লাখ লাখ টাকা।
আফ্রিকা, ইউরোপ কত দেশে ঘোরে
সমুদ্র পাড়ি দেয়, তাপে রোদে পোড়ে
অনাহুত কোন ঝড়ে
নৌকোটা যদি পড়ে
জল ছেড়ে তখনই সে আকাশেতে ওড়ে
রকেটের চেয়ে ছোটে- বহুগুণ জোরে!
খিদে পেলে মামু নাকি গপাগপ খায়
কোর্মা পোরাও কারি- মনে যেটা চায়
বোরহানি ঢকঢক
গিলে ফেলে নয় জগ
ঢেকুর শোনেনা কেউ যারা ডানে-বায়।
আমাদের ডেকে মামু গপপো শোনায়।।