আমায় ডেকে বলল সেদিন
ঘাসফড়িংয়ের ছানা-
লতায়-পাতায় উড়তে পারো
মেলে দুটি ডানা?
এদিক ওদিক ঘুরতে পারো
মনটা যখন চায়?
নাকি কেবল বন্দী তুমি
নিয়মের আওতায়?
নিয়ম করে পড়ো লেখো
নিয়ম করে খাও
নিয়ম করেই প্রতিটি দিন
ইশকুলেতে যাও।
আমার যতো স্বাধীনতা
তোমার সেটা কই?
ব্যস্ত তুমি সারাটা দিন
দেখে অবাক হই।।