একটা বাঘী
ভীষণ রাগি
হালুম হুলুম ডাকে
একটা হরিণ ছানা পেয়ে
আদর করে তাকে।
একটা ব্যাঙ
নাচায় ঠ্যাঙ
বসে হিজল গাছে
একটা সাপ- তারে দেখে
তিড়িংবিড়িং নাচে!
একটা ফড়িং
ছিল বোরিং
নলখাগড়ার বনে-
একটা দোয়েল শিষ বাজিয়ে
খুশি ছড়ায় মনে!
একটা ইঁদুর
মাথায় সিঁদুর
স্বামীর বাড়ি যায়
একটা বিড়াল ডেকে তারে
তুললো ডিঙ্গী নায়!