বলছি আমি তোকে-
রাগের মাথায় লড়াই করে
ডুবিস না রে শোকে!

পরের কথা ভাবিস আগে
লাভটা কত নিজের ভাগে
হঠাৎ রাগের মানুষগুলো-
হারায় দিশা ঝোঁকে!

হ্যাঁরে বলছি তোকে-
ভুল করে কেউ যুদ্ধ করে
পরে কলাপ ঠোঁকে!

ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব কিসে
শান্তিতে বাস মিলেমিশে
কেউ বড় নয় কেউ ছোট নয়
রাখিস মনে; Ok!