মুর্তি ভেঙ্গে ফুর্তি করো
তোমরা রাখো শুনে
মনের ভেতর যে মুর্তিটা
ভাঙবে কিসের গুণে!

লক্ষ-কোটি বক্ষজুড়ে
মুজিব আছে, রবে
আজকে সাজো মহানায়ক
কাল তুমি খল হবে।

ক্ষমতাটা- রয় না অটুট
গণতন্ত্রের দেশে
ছানি যখন পড়বে চোখে
হঠাৎ যাবে ফেঁসে।