আমাদের খোকা
একেবারে বোকা
মাছ ধরে শখে
তার ধরা মাছ নিয়ে-
উড়ে যায় বকে!

পানকৌড়ি এসে
বসে ওকে ঘেসে
ধরা মাছ পেতে
খোকা তারে হাসিমুখে
মাছ দেয় খেতে।

মাছরাঙা- যত
গাংচিলও তত
ভাব ওর সাথে
দিন শেষে ঘরে ফিরে
খোকা খালি হাতে।

https://www.facebook.com/photo/?fbid=3381638901966683&set=a.544108805719721