বাকুম...বাকুম...কবুতর
টোপর মাথায় এলো বর
বরের মাথায় মস্ত টাক-
তাকদুমাদুম বাজাও ঢাক
ঢাকির বাড়ি- হারাগাছ
নাচে ভালো খেমটা নাচ
নাচতে গিয়ে উঠান বাঁকা
দৌঁড়ে এলে কনের কাকা
কনের কাকা চৌকিদার
পেঁচার মতই নজর তার
তিনটি রাতে হয়নি ঘুম-
বিয়ের বাড়ি চলছে ধুম!