কোরমা-কারি পায়েশে
সকাল দুপুর সন্ধ্যা রাতে
ছিলাম বড়োই আয়েশে
যে কেউ এসে-
যখন তখন
তেল মাখাতো গায়ে সে!

এখন তো ভাই বিপদে
সুবিধা সব খোয়া গেছে
হাঁটছি পথে দ্বি-পদে
পাচ্ছি না যে
খবরটাও-
দলের আছি কি পদে?