দেশের বিপদ নিজের বিপদ
এই অনুভব হয় কি?
দেশ রক্ষার যুদ্ধে যেতে
তবে তোমার ভয় কি!

শিয়াল কুকুর চিল-শকুনে
খাচ্ছে ছিঁড়ে দেশটা
ভয় পেলে কি চলবে এখন
করতে হবেই চেষ্টা।

তাড়াতে হবে শ্বাপদগুলো
তবেই হবে রক্ষে
এখন সময় জোট বাধো সব
ন্যায় ও নীতির পক্ষে।